মোঃ কাউছার আহমেদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার প্রথম মডেল আল শিফা ফার্মেসীর দ্বিতীয় শাখার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের কুমারশীল মোড় শ্যামলী মার্কেটের নিচ তলায় এই শাখার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আল শিফা ফার্মেসীর স্বত্তাধিকারী এইচ এম মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এর সভাপতি মাওলানা কুতুব উদ্দিন। আল শিফা ফার্মেসীর ফাইন্যান্স ডিরেক্টর রাজীব মিয়ার সঞ্চলনায় এসময় আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এর সিনিয়র সহ-সভাপতি সানাউল হক ভূইয়া, সাবেক সভাপতি আহাম্মদ হোসেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, আল শিফা ফার্মেসীর উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান খান, রাজধানী ঢাকা মিটফোর্ডের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী ইমাম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া আর.এস.এম ফোরামের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ। সভায় বক্তারা আল শিফা ফার্মেসীর দ্বিতীয় শাখার উদ্বোধনের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ গ্রাহকদের সেবার মান উন্নয়ন হবে বলে আশা রাখেন।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে আল শিফা ফার্মেসীর দ্বিতীয় শাখার উদ্বোধন করেন আগত অতিথিবৃন্দ। আলোচনা সভার শুরতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা তাহ্সিনুল ইসলাম। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন কুমারশীল মোড় মদিনা মসজিদের খতিব মাওলানা জুনায়েদ আইয়ূবী। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ফার্মেসীর মালিকগন ও জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।