অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে টানা ১৯ ঘণ্টার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত।

  প্রতিনিধি 9 July 2025 , 1:10:51 প্রিন্ট সংস্করণ

মোঃ আমজাদ হোসেন বিজয়নগর প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় টানা বৃষ্টিপাতে জনজীবন চরমভাবে ব্যাহত হয়েছে।

৭ই জুলাই (সোমবার ) দিবাগত রাত আনুমানিক ৭টা থেকে শুরু হওয়া বৃষ্টি অবিরামভাবে চলে আসছে আজ মঙ্গলবার (৯ জুলাই) বিকেল পর্যন্ত, যা প্রায় ১৯ ঘণ্টাব্যাপী অব্যাহত রয়েছে।

টানা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতা ও কর্দমাক্ত রাস্তাঘাটের কারণে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। দিনমজুর ও নিম্নআয়ের মানুষরা কাজের সন্ধানে বের হতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন।

মসজিদে নামাজ আদায়, মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া এবং রোগীদের হাসপাতালগমন—সব কিছুই বাধাগ্রস্ত হচ্ছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলও বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিজয়নগরের বিভিন্ন এলাকায় এখন এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ