প্রতিনিধি 10 July 2025 , 3:13:52 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদেকুল ইসলাম
বুধবার (৯ জুলাই) বিকালে শশই পশ্চিমপাড়ার হাবিব মেম্বার বাড়ি সংলগ্ন মাঠে মিজানুর রহমান মিজানের পরিচালনায় এ খেলাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ইদ্রিস মিয়া। খেলার উদ্বোধন করেন বুধন্তি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ছাত্তার, ইউপি চেয়ারম্যান মো. ফারুক মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক ইউপি সদস্য সামসু মেম্বার, সিনিয়র সহ-সভাপতি নাজমুল মিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহিদ হাসান ও শরিফুল ইসলাম প্রমুখ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শশই গ্রামের প্রবাসী একাদশ বনাম দেশীয় একাদশ। খেলার ৮০ মিনিট শেষে উভয় দল ২-২ গোলে সমতায় পৌঁছায়। ট্রাইব্রেকারেও সমান সংখ্যক গোল করায় শেষ পর্যন্ত সন্ধ্যায় উপস্থিত নেতৃবৃন্দের সিদ্ধান্তে উভয় দলকেই বিজয়ী ঘোষণা করা হয়।
খেলার পুরস্কার হিসেবে নির্ধারিত ছিল ৭০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড়।
সমুদ্রজনিত নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির মধ্যেও শত শত দর্শক ছাতা নিয়ে মাঠে এসে খেলাটি উপভোগ করেন। বৃষ্টিকে উপেক্ষা করে দর্শকের করতালি ও চিৎকারে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।