অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাকে দুই আসেনে বিভাজন না করে পূর্বের আসনে রাখার দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান।

  প্রতিনিধি 31 July 2025 , 2:18:15 প্রিন্ট সংস্করণ

মোঃ কাউছার আহমেদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ কে ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল -আশুগঞ্জ)  এর সাথে যুক্ত করার খবরে ক্ষোভে ফেটে পড়েছে বিজয়নগর উপজেলাবাসী। উক্ত ইউনিয়ন গুলো হলো, বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়ন। ভৌগোলিক ভাবে ইউনিয়ন গুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ইউনিয়ন।

৩১ জুলাই বৃহস্পতিবার ৩ টার দিকে উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে বিজয়নগর উপজেলাকে দুই আসেনে বিভাজন না করে পূর্বের আসনে রাখার দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করেন, মো. আতাউল্লাহ, প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, শেখ গোলাম মোস্তফা সুমন,একে এম গোলাম মূহীত ওসমানী, মোজাহিদুজ্জান চৌধুরী, মো. বাইজিদ মিয়া।

নির্বাচন কমিশনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন নির্বাচন কমিশন সচিব দপ্তর।

পরের উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলার সর্বস্তরের নাগরিকের পক্ষে এনপিপির কেন্দ্রীয় নেতা মো. আতাউল্লাহ, প্রকৌশলী আমানুল ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা।

বক্তব্যে তারা বলেন বিজয়নগর একটি ২ লাখ ১০ হাজার ৩৯৬ ভোটারের উপজেলা হলো বিজয়নগর। ১০ টি ইউনিয়নের ঐক্যবদ্ধ ভাবে চললেও জাতীয় নির্বাচন আসলে টানাটানিতে স্বাধীনতা পর থেকেই বিভিন্নভাবে অবহেলা শিকার এ উপজেলায় সরকারি কোন কলেজ নেই, একটি ভালো হসপিটাল নেই, অবকাটমগত কোন উন্নয়ন নেই, রাস্তাঘাটের বেহাল দশা দীর্ঘদিন যাবত, পূর্বে থেকে আমরা অনেক অবহেলা শিকার হয়েছি। এখন দিন বদলেছে এই অঞ্চলের মানুষ শিক্ষিত নিজের অধিকার নিয়ে সোচ্চার এই উপজেলা কে নিয়ে কোন ষড়যন্ত্র ও অপরাজনীতি মেনে নেওয়া হবে না।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ