
মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ব্রাহ্মণবাড়িয়ায় চার ডিম ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দোকানে মূল্য তালিকা ও ক্যাশ মেমো না থাকায় তাদেরকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, শহরের ফারুকী বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তা পর্যায়ে ডিমের দাম স্বাভাবিক রাখতে দুপুরে জেলা শহরের ফারুকী বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় ব্যবসায়ীরা ডিম বিক্রয়ের মূল্য তালিকা প্রদর্শন করছেন না, ক্রয়-বিক্রয়ের ক্যাশ মেমো যথাযথভাবে সংরক্ষণ করছেন না। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় চারটি ডিমের দোকানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। দোকান মালিকদের মূল্য তালিকা এবং ক্যাশ মেমো সংরক্ষণ করার নির্দেশনাও দেয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।