অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

  প্রতিনিধি 17 June 2025 , 2:38:28 প্রিন্ট সংস্করণ

মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে জুনায়েদ-(৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের হেকমত আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেলার মোঃ কামরুল ইসলাম জানান, জুনায়েদ মাদকাসক্ত ছিলেন। চলতি মাসের ৪ তারিখে তার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আদালত জেলা কারাগারে পাঠায়। মঙ্গলবার সকালে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ময়নাতদন্ত শেষে তার পরিবারের লোকজন লাশ নিয়ে গেছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ