অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে ওষুধ চুরি! ধরা খেলেন বেসরকারি হাসপাতালের কর্মচারী

  প্রতিনিধি 28 May 2025 , 8:44:53 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী সেজে বিপুল পরিমাণ ওষুধ নেওয়ার সময় ধরা পড়েছেন এক বেসরকারি হাসপাতালের কর্মচারী। অভিযুক্ত ব্যক্তি প্রিয় নামে পরিচিত। তিনি প্লাস্টিকের ব্যাগভর্তি ওষুধ নিয়ে যাচ্ছিলেন, এমন সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর নিয়মিত পরিদর্শনকালে ঘটনাটি ধরা পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত এসিজি (স্বাস্থ্য) বিভাগের সদস্য ও তরী বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক শামীম আহমেদ জানান, তারা মঙ্গলবার সকালে সদর হাসপাতালে নিয়মিত পরিদর্শনে যান। এ সময় সন্দেহজনকভাবে ওষুধ সংগ্রহ করতে দেখা যায় প্রিয়কে। তার কাছে দুটি স্লিপ পাওয়া যায়, একটি নিজের নামে এবং অন্যটি ‘জাকিয়া’ নামে। দুটি স্লিপেই ওয়ার্ড নম্বর লেখা থাকলেও তাতে রোগের ধরন বা চিকিৎসকের নাম উল্লেখ ছিল না। ছিল শুধু একটি স্বাক্ষর।

প্রিয় স্বীকার করেন যে, সাদা কাগজের টোকেনে লেখা দিয়েই তিনি ওষুধ নিয়েছেন। এ বিষয়ে ওষুধ বিতরণকারী কর্মীদের জিজ্ঞেস করা হলে, তারা স্পষ্টভাবে কিছু বলতে পারেননি। তাদের দাবি, চিকিৎসকের প্রেসক্রিপশন স্লিপ দেখে ওষুধ দেওয়া হয়, তবে কখনো কখনো আলাদা কাগজেও চিকিৎসকরা ওষুধ লিখে দেন।

এসিজি সমন্বয়ক ও সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু জানান, হাসপাতালের সেবার মান উন্নয়নে কাজ চললেও বিভিন্ন অনিয়ম এখনও প্রকট। অতিরিক্ত ওষুধ সংগ্রহের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন, “সাদা টোকেনে অতিরিক্ত ওষুধ লিখে দেওয়ার বিষয়টি তদন্ত সাপেক্ষে দেখা হবে। কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত তা নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনা আবারও প্রমাণ করে, সরকারি হাসপাতালে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে এমন অপব্যবহার চলতেই থাকবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ