ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুরাদ বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কারাগরের জেল সুপার মোঃ ওবায়দুর রহমান এবং জেলার কামরুল ইসলাম। এ সময় তিনি কারাগারের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং কারারক্ষীদের খোঁজখবর নেন।
জানা গেছে, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রায় ১ হাজার ছয়শত ৬৫ জন বন্দী আসামি রয়েছেন। কারা কর্তৃপক্ষ পরিদর্শনকালে বন্দিদের দৈনন্দিন জীবনযাত্রা, চিকিৎসা ও খাদ্যব্যবস্থা সম্পর্কে এডিএম মুরাদকে অবহিত করেন জেল সুপার।
এডিএম মুরাদ কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন। তিনি কারা প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।
কারাগার পরিদর্শন শেষে তিনি বন্দীদের সুরক্ষা ও কারা পরিবেশ উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস প্রদান করেন।
মোঃ কাউছার আহমেদ
সদর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
তারিখঃ- ১১.০৯.২০২৫ ইং
