নিউজ ডেস্ক
এর মধ্য দিয়ে রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস আরও সম্প্রসারিত হলো। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আগে থেকেই ব্রিকসে যোগ দেয়ার আগ্রহ দেখিয়ে আসছিল ইন্দোনেশিয়া। গত বছরের নভেম্বরে ব্রিকসের সহযোগী দেশের মর্যাদা পায় দেশটি। জোটের বাকি সদস্য দেশগুলোও ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তিতে সায় দিয়েছে।বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের পূর্ণ সদস্যপদ পেয়েছে ইন্দোনেশিয়া। জোটটির বর্তমান সভাপতি দেশ ব্রাজিল জানিয়েছে, উদীয়মান অর্থনীতির দেশগুলোর শক্তি বৃদ্ধি ও ‘গ্লোবাল সাউথ’র (বিশ্বের দক্ষিণের উন্নয়নশীল দেশগুলো) স্বার্থ রক্ষায় ইন্দোনেশিয়াকে আনুষ্ঠানিকভাবে ব্রিকসের পূর্ণ সদস্য করে নেয়া হচ্ছে।চলতি বছর ব্রিকসের সভাপতিত্ব করবে ব্রাজিল। দেশটির পক্ষ থেকে জানানো হয়, ইন্দোনেশিয়ার ব্রিকসে যোগদান ২০২৩ সালে জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত সম্প্রসারণ উদ্যোগের অংশ। ইন্দোনেশিয়ার আবেদন সে সময়ই ব্রিকসের অনুমোদন পায়।
তবে, গত বছর ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেয়ার অনুরোধ জানায় দেশটি। গত অক্টোবরে দায়িত্ব নেন দেশটির নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।ব্রাজিল সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইন্দোনেশিয়া ব্রিকসের অন্যান্য সদস্যদের সঙ্গে বৈশ্বিক শাসন প্রতিষ্ঠানের সংস্কারে সমর্থন করে এবং গ্লোবাল সাউথের মধ্যে সহযোগিতা গভীর করতে ইতিবাচক ভূমিকা রাখে।’