অন্যান্য

ব্রিগেড ঘাঁটি গুঁড়িয়ে দিল পাকিস্তান! ভারত-পাকিস্তান মুখোমুখি সংঘাতে উত্তাল সীমান্ত

  প্রতিনিধি 6 May 2025 , 10:53:09 প্রিন্ট সংস্করণ


মধ্যরাতে ভারতের মিসাইল হামলার জবাবে পাকিস্তানের পাল্টাঘাত, ‘অপারেশন সিন্দুর’-এ উত্তপ্ত পরিস্থিতি


আন্তর্জাতিক ডেস্ক 

ভারত-পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা তুঙ্গে। মঙ্গলবার মধ্যরাতে ভারতের মিসাইল হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তান। দেশটির সরকারি টেলিভিশন পিটিভি জানিয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে তা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।

 

এছাড়া সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের (এলওসি) দুধনিয়াল সেক্টরে ভারতীয় একটি সেনা চৌকিতেও মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

 

পূর্বে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত রাতের আঁধারে পাকিস্তানের পাঁচটি স্থানে মিসাইল হামলা চালিয়েছে। এতে তিনজন নিহত ও অন্তত ১২ জন আহত হন। জিও নিউজকে তিনি বলেন, “কোটলি, ভাওয়ালপুরের পূর্ব আহমেদপুর, বাঘ, মুজাফফরাবাদ এবং মুর্দিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পূর্ব আহমেদপুরে এক শিশুর মৃত্যু এবং ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। কোটলিতে নিহত হন দুই বেসামরিক নাগরিক।”

 

তিনি আরও দাবি করেন, “পূর্ব আহমেদপুর এবং কোটলির দুটি মসজিদে ভারতের মিসাইল আঘাত হেনেছে, যা আরএসএসের হিন্দুত্ববাদী মতাদর্শের প্রতিফলন। এ ধরনের হামলা মসজিদের পবিত্রতাকে উপেক্ষা করার নিদর্শন।”

 

অন্যদিকে, ভারতীয় সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা ‘অপারেশন সিন্দুর’ নামে একটি পাল্টা অভিযান পরিচালনা করেছে। এক বিবৃতিতে বলা হয়, “কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করেছে। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী ঘাঁটিগুলোতে একযোগে ৯টি স্থানে হামলা চালানো হয়েছে। এসব জায়গা থেকেই ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছিল।”

 

ভারতীয় বাহিনী দাবি করেছে, এই অভিযানে শুধুমাত্র সন্ত্রাসী অবকাঠামোই লক্ষ্যবস্তু ছিল, পাকিস্তানি সেনাদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

 

দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এই পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। সীমান্তে পরিস্থিতি যে কোনো সময় আরও জটিল আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ