মণিরামপুর প্রতিনিধি
মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে রোববার বিকালে উত্তর বালিধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ভবদহ অভিমুখে ২৭ অক্টোবর বিএনপির লং মার্চ উপলক্ষে ইউনিয়ন বিএনপি এর আয়োজন করে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মণিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম আহবায়ক মোঃ ফারুক হোসেন ও আনিচুর রহমান। সভায় উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ বজলুর রহমান, সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমান, হরিচাঁদ মল্লিক, দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন তিতু, রফিকুল মোড়ল, নাজমুল হুদা, সিদ্দিকুজ্জামান