আন্তর্জাতিক ডেস্ক
ইমাম মাহদি আসছেন ! সময়ের দরজায় কড়া নাড়ছে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সত্য
আজকের পৃথিবী যেন এক দুঃস্বপ্ন। মুসলিম উম্মাহ জর্জরিত বিভাজন, যুদ্ধ, রক্তপাত আর নেতৃত্বহীনতার গহ্বরে। একদিকে ইরান-ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘর্ষ, অন্যদিকে কাশ্মীর-প্যালেস্টাইন-সিরিয়া-আফগানিস্তান-সুদান একের পর এক পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে। এ যেন আখেরি জামানার প্রতিচ্ছবি। এখন প্রশ্ন একটাই: ইমাম মাহদি (আ.) কি সত্যিই আসছেন? সময় কি একেবারে ঘনিয়ে এসেছে?
সব আলামত যেন আকাশে আগুন লিখে বলছে: “তিনি আসছেন...!”
হাদিসে বলা হয়েছে, যখন দুনিয়াজুড়ে ফিতনা, যুদ্ধ ও রক্তপাত ছড়িয়ে পড়বে, মুসলিমরা নেতৃত্বহীন হয়ে পড়বে, তখন আল্লাহ এক ন্যায়পরায়ণ নেতাকে পাঠাবেন যার নাম হবে ইমাম মাহদি। (আবু দাউদ, হাদিস 4284)
আজ যদি আমরা চারপাশে তাকাই, তাহলে বুঝতে পারি ☞ মুসলিম উম্মাহর বিভক্তি ☞ আরব জগতের ভাঙন ☞ পারস্য-লেভান্তে যুদ্ধ ☞ রমজানে চাঁদের ব্যতিক্রমী উপস্থিতি ☞ আগুন, ভূমিকম্প ও মহামারি ☞ দুনিয়াজুড়ে মুসলিমদের কান্না...সবকিছুই এক অজানা, গা শিউরে ওঠা বাস্তবতার দিকে ইঙ্গিত করছে ইমাম মাহদির আবির্ভাব সন্নিকটে!
হাদিস কী বলছে ? রাসূলুল্লাহ (সা.) বলেন:
“দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ না আমার বংশধর থেকে একজন লোক (ইমাম মাহদি) রাজত্ব করবেন, যিনি পৃথিবীকে ন্যায়ের রাজত্বে ভরিয়ে দেবেন যেমন তা ছিল অন্যায় ও জুলুমে পূর্ণ।(মুসনাদে আহমাদ, হাদিস 10898)
হাদিসে আরও আছে:“তিনি মক্কা ও মদিনা থেকে হিজরত করে আসবেন, মুসলিমরা তাকে বাইআত করতে বাধ্য হবে। তিনি ৭ বা ৯ বছর শাসন করবেন এবং যমিনকে ন্যায়বিচারে ভরিয়ে তুলবেন।
আজকের পরিস্থিতি কি তাই বলছে ?
ইরানের উপর ইসরায়েলের টার্গেটেড হামলা, পারমাণবিক সংকট, যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র, এবং মুসলিম বিশ্বে অনৈক্য এ যেন কেয়ামতের আগের শেষ অধ্যায়। যেদিকে তাকাই, হাদিসের ছায়া এসে পড়ে।
প্রশ্ন উঠছে “আল্লাহ কি এই ভয়াবহ অন্ধকারে পাঠাতে চলেছেন সেই আলো, যার নাম মাহদি (আ.) কে ?
কোরআনের আলোকে
“নিশ্চয়ই আল্লাহ তাঁর আলো সম্পূর্ণ করবেন, যদিও কাফিররা তা অপছন্দ করে। (সুরা আস-সাফ, আয়াত ৮)
তাফসিরকারীরা বলেন, এই আয়াতের পূর্ণতা ইমাম মাহদি ও ঈসা (আ.)-এর যুগে পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে, যখন সত্যের রাজত্ব হবে, মিথ্যার রাজ্য ধ্বংস হবে।
আজ মুসলমানরা যেন অভিভাবকহীন, নেতার অভাবে দিশেহারা। রাষ্ট্র আছে, কিন্তু খলিফা নেই। বাহিনী আছে, কিন্তু নির্দেশ নেই। এই শূন্যতা পূরণ করতেই মাহদি আসবেন। তিনি হবেন অচেনা, কিন্তু প্রেরিত। গোপনে প্রস্তুত, প্রকাশ্যে বিস্ময়।
উম্মাহর জন্য বার্তা: প্রস্তুত হও ! কারণ ইতিহাস আবারো জেগে উঠছে মাহদি (আ.) একদিন হঠাৎ প্রকাশ হবেন না। তিনি প্রস্তুত হচ্ছেন। আর আমাদেরও প্রস্তুত হতে হবে।
⇨ ঈমানকে দৃঢ় করো ⇨জুলুমের বিরুদ্ধে দাঁড়াও ⇨ কোরআন ও সুন্নাহর পথে ফিরে যাও ⇨সত্য ও সাহসের সেনা হও। কারণ ইমাম মাহদি আগমন করবেন শুধু দয়ালু নেতা হিসেবে নয়, বরং একজন যোদ্ধা, একজন বিচারক, একজন সংস্কারক এবং একজন নবযুগের স্রষ্টা হিসেবে।
এই দুনিয়া যত অন্ধকারে হারিয়ে যাচ্ছে, ততই মাহদির আগমনের আলো কাছাকাছি আসছে। প্রশ্ন হলো আমরা কি সেই সময়ের জন্য প্রস্তুত? নাকি আমরা হবো সেই দুর্ভাগা দল, যারা মাহদির ডাকে সাড়া না দিয়ে ইতিহাসের এক করুণ অধ্যায়ে হারিয়ে যাবে?