অন্যান্য

ভয়াবহ অগ্নিকান্ড,,,

  প্রতিনিধি 20 March 2025 , 6:48:59 প্রিন্ট সংস্করণ

 

মোঃইকরামুল হাসান

জেলা প্রতিনিধি মাগুরা

 

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৭ নং পলাশবাড়ীয়া ইউনিয়নের ঝামা গ্রামের বাসিন্দা মৃত্যু সিদ্দিক মোল্লার ছেলে মোঃ মাসুদ মোল্লার বাড়ীর ঘরসহ গরু-ছাগল পুড়ে ছারখার হয়ে গেলো।আগুনে পুড়ে মারা যাওয়া গরু দুটির বর্তমান বাজার মূল্য ২,০০,০০০ দুই লক্ষ থেকে ২,২০,০০০ দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র এবং সেই সাথে বসতবাড়ী পুড়ে ব্যাপক ক্ষতিগ্রহস্ত হয়ছে।

 

যানা যায় আজ বৃহঃপতিবার দীবাগত রাতে গরুর ঘরে মশার কয়েল থকে আগুনের সূত্রপাত ধরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী জানায় গরুকে মশার উৎপাত থেকে রক্ষার ক্ষেত্রে মশার কয়েল জ্বালিয়ে থাকি প্রতিনিয়ত।

 

আজও জ্বালিয়েছি মশার কয়েল কিন্তু কয়েল থেকে ধীরে ধীরে বেড়ে যায় আগুন এক পর্যায়ে ঘরের বেড়া সহ ঘরের চালে ছড়িয়ে পড়ে ফাঁকা মাঠের ধারে বাড়ীটি হওয়ায় শীতল সন্ধ্যার আবহাওয়া মাঠের শীতল বাতাস ধীরে ধীরে বাড়ীতে প্রবেশ করে সেই সাথে আগুনের লেলিহান আরও বহুগুন বাড়িয়ে দেয় এবং পাশে থাকা বসত ঘরে দ্বিগুন ভাবে প্রবাহিত হয় আগুন এ সময় এলাকাবাসী আগুন নিভানোর জন্য মগ, বালতি, কলস সহ ইত্যাদি সরঞ্জাম নিয়ে আগুন নেভানোর কাজে ব্যাস্ত হয়ে পড়ে এলাকাবাসীর অনেক প্রচেষ্টার ফলে উৎতপ্ত্য আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়,

 

এলাকাবাসীর মুখে জানা যায় ভুক্তভোগী মোঃমাসুদ মোল্লা অত্র এলাকার মধ্যে নিম্নবিত্ত পরিবারের ছেলে তার পরিবারে রয়েছে বৌ ছেলে,মেয়ে, বাবা-মা সহ ছয় ৬ জন সদস্য আয়কর যোগ্য মোঃমাসুদ একাই তার পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে হীম সীম খেতে হয়। ভুক্তভোগী মোঃমাসুদ একজন দিন মুজুর নেই তার কোনো কৃষি জমি অপরের জমিতে কখনো ইট ভাটায় শ্রম দিয়ে তার জীবন জীবিকা নির্ভহ করে ভুক্তভোগী মোঃমাসুদ বলে আমি সর্বহারা নেই কোনো সয় সম্বল ছিলো দুইটি গভাদী পশু দুটি গরু তাও পুড়ে শেষ হয়ে গেলো, এখন আমি একে বারেই সর্বহারা হয়ে গেলাম

 

ভুক্তভোগী মোঃ মাসুদ মোল্লা ও তার পরিবারের আর্তনাদ প্রতিটা মানুষের বুকে রেখা টেনে যাচ্ছে।

 

 

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ