প্রতিনিধি 7 February 2025 , 12:34:12 প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক
দিল্লীতে বসে ছাত্র-জনতার উদ্দেশ্য শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে গত রাতে ঢাকা শহরে ‘মার্চ টু ধানমন্ডি বত্রিশ’ কর্মসূচি পালিত পালিত হয়। মিছিলটি (৫ ফেব্রুয়ারি) রাত ৮ টায় শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ অভিমুখে যাত্রা করে ধানমন্ডি ৩২ এ বুলডোজার কর্মসূচি পালন করে।
এবার বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুুপুর ১টা ২০ এর তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানান,৩২ নাম্বারকে জয় বাংলা করার পরে আমাদের কোন এই মুহূর্তে রাজনৈতিক লক্ষ্যবস্তু নাই।বত্রিশ নাম্বারকে মাজার/মন্দির–এমন এমন টার্মেও ডাকা ঠিক হবে না, জাস্ট ডাকেন সুপ্রিম আইকন/টোটেম অব ফ্যাসিস্ট/বাকশাল…ইত্যাদি।ড. ইউনূসের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, প্রফেসর ইউনূস আহবান জানাইছেন এই সব ভাঙ্গাভাঙ্গি বন্ধ করার। সব বন্ধ। যারাই ভাঙ্গাভাঙ্গি করতে যাবেন তাদের প্রতিরোধ করবেন। পিরিয়ড। সূত্র জনকন্ঠ