অন্যান্য

ভাঙ্গায় যুবকের লাশ উদ্ধার

  প্রতিনিধি 23 August 2025 , 5:49:57 প্রিন্ট সংস্করণ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মানিকদাহ ইউনিয়নের ফাজিলপুর ইউনিয়নের মুন্সি বাড়ি ব্রীজের নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি পুলিশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করে।

এ বিষয় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন বলেন,
২২ আগষ্ট শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের মুন্সিবাড়ি-ফাজিলপুর ফিডার সড়কে মুন্সিবাড়ি ব্রীজ এলাকায় এক অজ্ঞাত যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত্যু ব্যক্তি নগরকান্দা উপজেলা কাইচাল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে বিস্তারিত পরিচয় সনাক্ত করার জন্য পিবিআই ও সিআইডি পুলিশকে খবর দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির সুরতহাল রিপোর্ট সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কোন যানবাহনের সাথে ধাক্কা লেগে যুবকটি মারা যায়। তার পরনে জিন্স প্যান্ট ও ফুল শার্ট পরা রয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ