আসাদুজ্জামান রিফাত, সদর (নোয়াখালী) প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি)নোয়াখালী সদর উপজেলায় ধর্মপুরের ভাটিরটেক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া , সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এসময় ভাটিরটেক উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মোঃ ইমাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ৭নং ধর্মপুরের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবদুর রহমান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (নোয়াখালী) নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামিমা আক্তার, ৭নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হাফেজ মাওলানা মহিউদ্দীন , প্রমুখ
এসময়ে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ও দর্শকরা উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা দীর্ঘ লাফ, উচ্চ লাফ,মুরগির লড়াই, চাকতি নিক্ষেপ,চামুচে মার্বেল দৌড়,মিউজিকাল চেয়ার,গোলক নিক্ষেপ যেমন খুশি তেমন সাজোসহ দিনব্যাপী বিভিন্ন খেলায় অংশগ্রহণ শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।