পঞ্চগড়, শুক্রবার:
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর যে কোনো ধরনের ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদী নীতি প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
আজ শুক্রবার (২০ জুন) বিকেলে পঞ্চগড় জেলা জাগপা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সম্মানে আয়োজিত ঈদ পূর্ণমিলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ প্রধান বলেন, “ভারত দীর্ঘদিন ধরে নানা ছলচাতুরি ও আগ্রাসী কৌশলের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও সীমান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের এই অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “জাগপা জাতীয় স্বার্থে বরাবরই আপসহীন। আমরা মনে করি, ভারতীয় আধিপত্যবাদ প্রতিহত না করলে দেশের রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক সমাজের সদস্যগণ ও সুধীজন। অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।