অন্যান্য

ভারতীয় ৪৩ জেলে এবং ০২টি ট্রলার আটক করেছে নৌবাহিনী এবং কোস্টগার্ড

  প্রতিনিধি 18 October 2024 , 3:59:23 প্রিন্ট সংস্করণ

মো:ফয়সাল হোসেন

,মোংলা প্রতিনিধি:
বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে পৃথক অভিযানে দুটি ট্রলারসহ ৪৩ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এদের মধ্যে নৌবাহিনী ৩২ জনকে এবং কোস্টগার্ড ১১জনকে আটক করে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে ভারতীয় ৩২ জেলেকে বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। এর আগে বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরে বাংলাদেশ সীমায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে তাঁদের আটক করা হয়। তবে আটককৃত জেলেদের বিস্তারিত নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে গভীর বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় নিয়মিত টহল দেওয়ার সময় ভারতীয় এফবি অভিজিত ও এফবি নারায়ণ নামে দুটি ফিশিং ট্রলার বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরতে দেখতে পায় নৌবাহিনী ও কোস্টগার্ড। পরে তারা সেখানে গিয়ে অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে দুটি ফিশিং ট্রলারসহ মোট ৪৩ জন ভারতীয় জেলেকে আটক করে।

ওসি আরও বলেন, ‘এরমধ্যে নৌবাহিনী ৩২ জনকে এবং কোস্টগার্ড ১১ জনকে আটক করে। নৌবাহিনী এরই মধ্যে ৩২ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। কোস্টগার্ডের হাতে আটক ১১ জনকে এখনও আমাদের কাছে দেওয়া হয়নি। এই ঘটনায় আটককৃত জেলেদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মংলা থানায় মামলা করবে সংশ্লিষ্টরা। মামলার পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ