অন্যান্য

ভারতীয় ৪৩ জেলে এবং ০২টি ট্রলার আটক করেছে নৌবাহিনী এবং কোস্টগার্ড

  প্রতিনিধি 18 October 2024 , 3:59:23 প্রিন্ট সংস্করণ

মো:ফয়সাল হোসেন

,মোংলা প্রতিনিধি:
বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে পৃথক অভিযানে দুটি ট্রলারসহ ৪৩ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এদের মধ্যে নৌবাহিনী ৩২ জনকে এবং কোস্টগার্ড ১১জনকে আটক করে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে ভারতীয় ৩২ জেলেকে বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। এর আগে বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরে বাংলাদেশ সীমায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে তাঁদের আটক করা হয়। তবে আটককৃত জেলেদের বিস্তারিত নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে গভীর বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় নিয়মিত টহল দেওয়ার সময় ভারতীয় এফবি অভিজিত ও এফবি নারায়ণ নামে দুটি ফিশিং ট্রলার বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরতে দেখতে পায় নৌবাহিনী ও কোস্টগার্ড। পরে তারা সেখানে গিয়ে অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে দুটি ফিশিং ট্রলারসহ মোট ৪৩ জন ভারতীয় জেলেকে আটক করে।

ওসি আরও বলেন, ‘এরমধ্যে নৌবাহিনী ৩২ জনকে এবং কোস্টগার্ড ১১ জনকে আটক করে। নৌবাহিনী এরই মধ্যে ৩২ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। কোস্টগার্ডের হাতে আটক ১১ জনকে এখনও আমাদের কাছে দেওয়া হয়নি। এই ঘটনায় আটককৃত জেলেদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মংলা থানায় মামলা করবে সংশ্লিষ্টরা। মামলার পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

পচাগলা দুর্গন্ধযুক্ত মাংস সংরক্ষণ, ‘হাজী বিরিয়ানি হাউসকে’ লাখ টাকা জরিমানা

শিবগঞ্জে নতুন সামাজিক সংগঠন “আমাদের প্রয়াস নিরন্তর (আপন) এর যাত্রা শুরু 

পাইকগাছায় এক সন্তানের জননী ধর্ষণ ঘটনায় আটক-৩

বরগুনায় সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দামে আলু বীজ বিক্রি, দিশেহারা চাষি