প্রতিনিধি 27 April 2025 , 5:15:34 প্রিন্ট সংস্করণ
এস, এম হামিম সরকার নিরব, চিলমারী,(কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভারতের কারাগারে আটক থাকা বাংলাদেশি ৭ জেলের মুক্তির দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বিকেলে চিলমারী উপজেলা পরিষদ চত্বরের সামনে এ কর্মসূচির আয়োজন করে ‘চিলমারী সাংবাদিক ফোরাম’।
মানববন্ধনে বক্তারা জানান, মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রমের কারণে ভারতের কারাগারে আটক হয়েছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৫ জন ও রৌমারী উপজেলার ২ জন জেলে। তারা গত প্রায় সাত মাস ধরে ভারতের কারাগারে বন্দি রয়েছেন। মানববন্ধন থেকে দ্রুত তাদের মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহফুজুর রহমান মঞ্জু, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম জুয়েল, মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারী শাখার সভাপতি সহ-অধ্যাপক ফজলুল হক, চিলমারী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম সাদ্দাম, ইউপি সদস্য রুকুনুজ্জামান স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, সাব্বির হোসেন, আব্দুর রহমান পারভেজ ও রেজাউল করিম প্রমুখ।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন আটক বকুল মিয়ার স্ত্রী আজেনদা বেগম, মিরজাহানের ছেলে আবু বক্কর সিদ্দিক এবং বিপ্লব মিয়ার স্ত্রী কাজলি বেগম। স্বজনদের মুক্তির দাবিতে তারা কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য রাখেন।
বক্তারা আরও বলেন, আটককৃত জেলেরা নিরীহ ও গরিব শ্রমজীবী মানুষ। মাছ ধরার সময় অনিচ্ছাকৃতভাবে সীমান্ত পার হয়ে পড়ায় তারা আটক হন। দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিয়ে ভারতের কারাগার থেকে তাদের মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।