অন্যান্য

ভারতের ছাড়া পানিতে পাকিস্তানে বন্যা, বিস্ফোরণে উড়ে গেল বাঁধ

  প্রতিনিধি 28 August 2025 , 3:59:28 প্রিন্ট সংস্করণ

ভারতের ছাড়া পানিতে পাকিস্তানে বন্যা, বিস্ফোরণে উড়ে গেল বাঁধ

পাকিস্তানের পূর্বাঞ্চলে তিনটি আন্তঃসীমান্ত নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ভারত সীমান্ত এলাকায় ভারী বর্ষণের কারণে সৃষ্ট এই বন্যার তীব্র চাপে পাকিস্তান কর্তৃপক্ষ দেশটির একটি বাঁধের পাশের তীররক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে।

বুধবার (২৭ আগস্ট) নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া হয় চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশ। এতে বন্যার পানি ছড়িয়ে পড়লেও বাঁধের মূল অবকাঠামো রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন।

তিনি বলেন, পানির চাপ অত্যধিক হয়ে যাওয়ায় আমরা ডান পাশের তীররক্ষা বাঁধ ধ্বংস করেছি, যাতে প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়।কর্তারপুর সাহিব প্লাবিত

বাঁধ উড়িয়ে দেওয়ার পর বন্যার পানিতে তলিয়ে গেছে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব। এ ঘটনায় ভক্ত ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

উচ্চ সতর্কতা জারি

ভারতে প্রবল বর্ষণের ফলে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত তিন নদী—চেনাব, রাভি ও সুতলেজ—এর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে পাঞ্জাব প্রদেশজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের বসবাস এই প্রদেশে। বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণের আশঙ্কায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নদী-তীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদিপশু সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। সূত্র : ইকোনমিক টাইমস

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ