প্রতিনিধি 28 May 2025 , 5:12:22 প্রিন্ট সংস্করণ
এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, ভারতের দালালরা দেশের সর্বত্র ওত পেতে রয়েছে। সুযোগ পেলেই তারা দেশের বিরুদ্ধে আঘাত হানবে। বুধবার দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বারবার বাধা সৃষ্টি করা হচ্ছে। অথচ যারা মুখে মুখে সংস্কার ও ন্যায়ের কথা বলে, তারাই আবার সরকারকে অসহযোগিতার হুমকি দেয়। এই দ্বিচারিতা আমাদের বন্ধ করতে হবে।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, “একাত্তরে লাখো শহীদের রক্তে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতার পর successive সরকারগুলো দেশকে অরাজকতা, হানাহানি আর অর্থপাচারের অভয়ারণ্যে পরিণত করেছে। জুলাই অভ্যুত্থানের সময় হাজারো মানুষ প্রাণ দিয়েছে, চোখ হারিয়েছে, রক্ত ঝরিয়েছে—নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা ও ন্যায়ের আশায়। কিন্তু আজও চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস থেমে নেই।”
তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “বাংলার মাটিতে আর কোনো চাঁদাবাজি ও সন্ত্রাসকে সহ্য করা হবে না।”
দিনাজপুরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “স্বাধীনতার পর বিভিন্ন দল দেশ পরিচালনা করেছে, আর আমরা তার ফল ভোগ করেছি। এখন সময় এসেছে ইসলামকে ক্ষমতায় নেওয়ার। আমরা ১৯৮৭ সাল থেকে বারবার প্রলোভনের মুখেও আপস করিনি। এমপি বা মন্ত্রী হওয়ার লোভে কখনো অসৎ রাজনীতির অংশ হইনি। তাই আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করুন—এটাই হবে স্বাধীনতা ও জুলাইয়ের শহীদদের রক্তের প্রকৃত প্রতিদান।”
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ডা. নুরুল আলম সিদ্দিকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমাদ প্রমুখ।