আন্তর্জাতিক

ভারতে দুর্ঘটনার কবলে ৭০ বাংলাদেশি পর্যটকবাহী বাস

  প্রতিনিধি 6 April 2025 , 3:03:54 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক 

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে একটি পর্যটক বাস উল্টে গেলে একজন নিহত এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরা চকের সিফার কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৭০ জনেরও বেশি বাংলাদেশি পর্যটক ছিলেন।

নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভির সূত্রের দাবি, ৭০ জন বাংলাদেশি পর্যটককে নিয়ে বাসটি কাশী বিশ্বনাথ মন্দির থেকে পুরীর দিকে যাচ্ছিল। দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের হয়ে এসেছিলেন বলেও জানিয়েছে সূত্রটি।

ঘটনার খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে, উত্তরা চকের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। আহত কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ে তদন্ত করছে।এদিকে নিহত ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য ক্যাপিটাল হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় নিশ্চিত হতে ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ