অন্যান্য

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ১ কেজি ১০৯ গ্রাম স্বর্ণসহ আটক-১

  প্রতিনিধি 9 November 2024 , 2:43:30 প্রিন্ট সংস্করণ

 

মোঃ দেলোয়ার হোসেন জেলা ক্রাইম রিপোর্টরঃ

সাতক্ষীরায় শনিবার (০৯ নভেম্বর) সকাল ৮ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপির এসআইপি’র সদস্য নায়েক মোঃ হরমুজ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল ভারতে পাচারের সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে বিজিবি ০৬টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে। আটক হওয়া স্বর্ণকারবারির নাম মোঃ রাশেদুল ইসলাম (২৪)। সে জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আনিছ জামানের ছেলে।

 

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক শনিবার (৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির এসআইপি এর সদস্য নায়েক মোঃ হরমুজ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল ৬ টি স্বর্ণের বারসহ ওই স্বর্ণকারবারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত স্বর্ণের ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম। যার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা। এসময় ১টি ভ্যান যার মূল্য ৮০ হাজার টাকা ও ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল উদ্ধার করা হয়। যার সর্বমোট মূল্য ১ কোটি ৩৫ লক্ষ ৮৬ হাজার ১৮৬ টাকা।

বিজিবি অধিনায়ক আরো জানান, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ