মোঃ দেলোয়ার হোসেনঃ
সাতক্ষীরার ভোমরা সীমান্তের ফলপট্টি এলাকা থেকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর দুটোর দিকে ১০ পিছ স্বর্ণের বারসহ সাতক্ষীরা সদরের লক্ষীদাড়ি গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে সুমন ইসলামকে (১৮) আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বলেন ভোমরা সীমান্তের ফলপট্টী এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে সতর্ক অবস্থান নেন। কিছুক্ষণের মধ্যে সুমন ইসলাম পায়ে হেটে সীমান্তের দিকে এগিয়ে গেলে বিজিবি তাকে আটক করে শরীরে তল্লাশি চালায়। তল্লাশি করে তার প্যান্টের পকেটে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১০ পিছ স্বর্ণেও বার উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ২০০ গ্রাম। যার আনুমানিক মুল্য এক কোটি ৪০ লাখ টাকা। উদ্ধারকৃত সোনা ট্রেজারি অফিসে জমা ও সুমন ইসলামকে সাতক্ষীরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।