আন্তর্জাতিক

ভারতে মন্ত্রীর নাতনিকে গুলি করে হত্যা

  প্রতিনিধি 10 April 2025 , 4:45:12 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে এক মন্ত্রীর নাতনিকে গুলি হত্যা করা হয়েছে। বুধবার বিহারের গয়ায় এ ঘটনা ঘটে। পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও নিউজ-১৮। পুলিশ জানিয়েছে, বিহারের গয়ায় কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঁঝির নাতনি সুষমা দেবীকে গুলি করে হত্যা করা হয়েছে। তেতুয়া গ্রামে নিজ বাড়িতে সন্তান এবং বোন পুনমের সামনে তাকে গুলি করেন স্বামী। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।তথ্য অনুযায়ী, সুষমা আটারি ব্লকে ‘বিকাশ মিত্র’ হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত স্বামী রমেশ পাটনায় ট্রাকচালকের চাকরি করেন।

জিতন রাম মাঁঝি নরেন্দ্র মোদির কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী এবং গয়ার লোকসভার সংসদ সদস্য। তিনি এখনও এই ঘটনার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।সুষমার বোন জানান, ১৪ বছর আগে সুষমা ও রমেশের আন্তঃবর্ণ বিবাহ হয়েছিল। তারা দুজনই চাকরি করেন। দুপুর ১২টার দিকে কাজ থেকে বাড়ি ফেরার পর সুষমা ও রমেশের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া চলাকালীন রমেশ পিস্তল বের করে গুলি চালান এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় পুনম ও সুষমার সন্তানরা অন্য ঘরে ছিল। গুলির শব্দ শুনে তারা বেরিয়ে এসে দেখেন, ভুক্তভোগী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন।খবর স্থানীয়রা ছুটে এলেও সুষমাকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বোন পুনম বলেন, ‘আমার বোন আর নেই। আমরা রমেশের মৃত্যুদণ্ড চাই। আমার বোনকে হত্যার জন্য তাকে ফাঁসি দেওয়া উচিত।’

গয়ার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) আনন্দ কুমার বলেন, অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। প্রমাণ সংগ্রহের জন্য একটি ফরেনসিক দল এবং কারিগরি বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

নলছিটিতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কক্সবাজার জেটিঘাটে ৪টি অস্ত্র সহ টেকনাফে স্বামী-স্ত্রী আটক ২

নওয়াপাড়ায় নৌ পরিবহন কমিশন এজেন্ট ওনার্স ফাউন্ডেশনের অফিস উদ্বোধন 

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নি*হ*ত,আহত-১ মো: ইয়াছিন আলম সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ তমিজি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। (১৫ই ডিসেম্বর) রবিবার সকাল ১১টার দিকে উপজেলা খানপুর আনছার আলীর ভাটার সামনে কালিগঞ্জ টু শ্যামনগর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। ওই শিশুর পিতা ওলিউল্লাহ তমিজি জানান, বড় ভাই হাবিবুল্লাহ তমিজির সাথে বাইসাইকেল যোগে বাড়িতে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রো বাস তাদের চাপা দেয়। এসময় বড় ভাই বেঁচে গেলেও ছোট ভাই আব্দুল্লাহ তমিজি (১৩) ঘটনাস্থলে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে দুই ভাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার সাকির হোসেন আব্দুল্লাহ তমিজিকে মৃ*ত্যু ঘোষণা করেন। তবে, হাবিবুল্লাহ তমিজি অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে

রাউজান প্রেসক্লাবের সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রামে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার