প্রতিনিধি 27 September 2024 , 5:44:10 প্রিন্ট সংস্করণ
জয়পুরহাট জেলা প্রতিনিধি:–
জয়পুরহাট জেলার সকল উপজেলায় ভারতের মুম্বাই এ ঘটে যাওয়া বিশ্বনবী মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ ( সাঃ) সম্পর্কে অবমাননা কর ও কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলার প্রত্যেকটা গ্রামে প্রতিটি মসজিদের ইমামরা খুতবার পরে এ সম্পর্কে বক্তব্য রাখেন। এর অংশ হিসেবে কালাই উপজেলার বিভিন্ন মসজিদের জুম্মার নামাজ বাদ কালাই বাস স্ট্যান্ড চত্বরে সকল মুসল্লী বৃন্দ একত্রিত হয়ে কালাইয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কালাই বাস স্ট্যান্ড চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনটি আয়োজন করে কালাই নাজাত ফাউন্ডেশন । মানববন্ধনে বক্তারা বলেন বিশ্বনবী মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ ( সা: ) সম্পর্কে যারা আবহমাননা ও কটুক্তি করেছে তারা ইসলাম ধর্মের শত্রু। বিধর্মীরা ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য মানবতার বিশ্বনবী মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা ও কটুক্তি করেছেন তাদের কে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা উচিত করতে হবে।
এবং বাংলাদেশের অন্তবর্তী সরকারের কাছে তারা দাবি জানান যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিশ্ব নবী মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা ও কটুক্তির প্রতিবাদ জানানোর আহ্বান জানান। যাতে এ ধরনের অবমাননা ও কটুক্তি না করেন। বাংলাদেশ কে একটা অস্থিতিশীল দেশ সৃষ্টির উদ্দেশ্যে তারা মুসলমানদের নবী ও রাসূলের বিরুদ্ধে এরকম অবমাননাকর ও কটুক্তি না করেন ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালাই পাঁচশিরা জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারী, কালাই কাজীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ইমামুল হক, কালাই ফকিরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ হেলালুজ্জামান আরিফ, কালাই বিজনেস ও ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তাইফুর রহমান ফিতা, কালাই উপজেলা বিএনপির পক্ষে মোঃ আব্দুল আলীম, কালাই ডিগ্রী কলেজের আহবায়ক কমিটির সভাপতি মোঃ তাজ উদ্দিন তাজ, জামাতে ইসলামের পক্ষে মাওলানা মোঃ মোজাফফর হোসেন, শিরট্টী কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান আলী, কালাই স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মোস্তফা আলী, কালাই হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম।
সমাপনী বক্তব্য রাখেন কালাই হাতিয়র কামিল মাদ্রাসার প্রভাষক ও কালাই আহলে হাদিস জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সেলিম উল্লাহ তিনি তার বক্তব্যে জানান বিশ্বের কোন আলেম সমাজ অন্যান্য ধর্মালম্বীদের সম্পর্কে কখনো অবমাননা কর ও কটুক্তি করেননি এবং করবেন না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম কোন ধর্মকে কটুক্তি বা অবমাননা কর কথা করা উচিত নয় তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ ইসলামের অবমাননা ও কটুক্তি কখনো মেনে নেবে না । তিনি বলেন ইসলাম ধর্ম ও বিশ্বনবী মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ (সাঃ) সম্পর্কে অবমাননা ও কটুক্তি করা উচিত নয় । এছাড়া আরো অন্যান্য বক্তারা তাদের বক্তব্য রাখেন।