অন্যান্য

ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

  প্রতিনিধি 30 December 2024 , 12:54:15 প্রিন্ট সংস্করণ

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ এবং বৈধ নথি ছাড়া বসবাসের অভিযোগে এক ডজনেরও বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস-বিরোধী স্কোয়াড (এটিএস) রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। শনিবার ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, বৈধ নথিপত্র ছাড়াই ভারতে বসবাসের অভিযোগে বাংলাদেশি সাতজন পুরুষ ও ছয়জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজ্যের থানে, নভি মুম্বাই এবং সোলাপুরে স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়েছে এটিএস।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বেআইনি প্রবেশের সুযোগ রয়েছে সন্দেহজনক এমন নির্দিষ্ট কিছু রুট ও এলাকায় গত ২৪ ঘণ্টা তল্লাশি চালিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে দেখা দেখা যায়, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা আধার কার্ডসহ জাল নথি ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিলেন। পুলিশ বলছে, ওই বাংলাদেশিরা ভারতের ফরেনার্স আইন-১৯৪৬, পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন-১৯৫০ এবং পাসপোর্ট বিধি-১৯৬৭ লঙ্ঘন করেছে বলে প্রমাণ পাওয়া গেছে।মহারাষ্ট্র পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ‘‘আইনি ব্যবস্থাকে পাস কাটিয়ে জাল নথির অপব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’’

পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃতরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জাল পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন বলে পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। কর্তৃপক্ষ বর্তমানে এই জাল নথি তৈরির নেটওয়ার্কের খোঁজ করছে। থানের স্থানীয় পুলিশ এই মামলার তদন্তের দায়িত্বে রয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ