অন্যান্য

ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রাখল বাংলাদেশ

  প্রতিনিধি 14 January 2025 , 12:38:29 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

ভারত ও বাংলাদেশের সীমান্ত ইস্যু নিয়ে উত্তেজনার মধ্যেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

 

 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, এ সিদ্ধান্ত গত রোববার বিপিসির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এনআরএল থেকে নিয়মিত পরিশোধিত তেল আমদানি করে বিপিসি। ২০১৬ জানুয়ারি থেকে এই তেল ট্রেনের মাধ্যমে বাংলাদেশে আসছে।

 

 

 

বিপিসি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এ ডিজেল আমদানি করবে বিপিসি। এর মূল্য হবে ১ হাজার ১৩৭ কোটি টাকা। তবে কালবেলা স্বতন্ত্রভাবে এ তথ্য যাচাই করেনি।

 

 

এ বছর বিপিসির জ্বালানি তেল প্রয়োজন ৭৪ লাখ টন। এর মধ্যে ডিজেল প্রয়োজন ৪৬ লাখ টন। ডিজেলের ৮০ শতাংশ সরাসরি আমদানি করা হয়। বাকি অংশ স্থানীয় রিফাইনারি থেকে পাওয়া যায়।

 

 

এর আগে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ