নিজস্বপ্রতিবেদক।
দৈনিক চেতনায় বাংলাদেশ।
রতন কান্তি দাশ হিরু।
ভারত মাতা তার সত্যিকারের রতন কে হারিয়েছে (১৯৩৭-২০২৪): ভারতের প্রধান শিল্পপতি রতন টাটা উড়ার স্বপ্ন দেখতেন এবং ভারতীয় দের ওড়ার স্বপ্ন দেখাতেন যদিও তিনি নিজে একজন লাইসেন্স প্রাপ্ত পাইলট ছিলেন 🇮🇳।
তিনি ১৭ বছর বয়সে উড়তে শিখেছিলেন। তিনি ভারতের প্রথম নাগরিক যিনি ২০০৭ সালে এফ-১৬ ফ্যালকন ফাইটার জেট ওড়ান।
তিনি সারা জীবনে যত অর্থ উপার্জন করেছেন তার বেশিরভাগটাই দেশ গঠনে উৎসর্গ করে দিয়েছেন,এই মহামানব যদি তার উপার্জিত অর্থ দেশ গঠনে না দান করতেন তাহলে এশিয়া তথা পৃথিবীর এক নাম্বার শিল্পপতির স্থান তিনিই পেতেন।
ভারত মাতার এই কৃতি সন্তান না ফেরার দেশে ভালো থাকুক।