অন্যান্য

ভারপ্রাপ্ত চেয়ারম্যান অপসারণে সাধারণ জনগন সহ বি এন পি র অবস্থান কর্মসূচি 

  প্রতিনিধি 17 November 2024 , 3:16:16 প্রিন্ট সংস্করণ

 

শামসুদ্দোহা

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

 

শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা কে অপসারণের দাবিতে, সাধারণ জনগন সহ ইউনিয়ন বি এন পি র অবস্থান কর্মসূচি পালন করেছে আজ সকালে এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক,উজ্জ্বল হাসান জয়। বক্তব্য সে বলে,ফ্যসিবাদি সরকারের অনুসারী হল মিনারা।সে আরো বলেন গাজীপুরে প্রায় চল্লিশ হাজার জনগণ আজে সে দায়িত্ব পালন করলে এই জনগণ সুবিধা বঞ্চিত হবে বলে মনে করেন।ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারার স্বামী নাজমুল কৃষক লীগের সাথে সরাসরি যুক্ত রয়েছে। ইতি মধ্যে যেকোনো উন্নয়ন মূলক কাজে তাদের অনেক কারসাজি পাওয়া গেছে। বক্তব্য সে প্রশাসনের কাছে জানান ইউনিয়নে আরো যারা উপযুক্ত স্থানে আছে সাধারণ মানুষের জন্য কাজ করে বলে কিছু নাম উল্লেখ করেন, সালাম, নূর আলম,রোকেয়া। সাধারণ মানুষের জনগণের দাবি এদের মাঝখানে থেকে কেউ দায়িত্ব পেলে ইউনিয়ন পরিষদের এবং জনগন উন্নয়ন মূলক কাজ আশা করে দাবি জানান নির্বাহী কর্মকর্তা ও উর্ধতন প্রশাসনের কাছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ