অন্যান্য

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হালুয়াঘাট উপজেলা সহ এর আশেপাশে বিভিন্ন এলাকা

  প্রতিনিধি 4 October 2024 , 6:25:12 প্রিন্ট সংস্করণ

কাউসার আহমেদ নয়ন, হালুয়াঘাট উপজেলা:

ভারী বৃষ্টির জন্য পাহাড়ি ঢল এবং ভারত থেকে আসা পানির জন্য ময়মনসিংহের উত্তরাঞ্চলের হালুয়াঘাট, ধোবাউড়া, নালিতাবাড়ী ও ঝিনাইগাতীসহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। কিছু বাড়ি ঘর ধানের জমি, ফসল পানির নিচে ডুবে গেছে।

হালুয়াঘাটের বাঘাইতলা, ভোরাঘাটের বেশ কিছু গ্রামের রাস্তা ভেঙে গেছে। জনজীবন স্থবির হয়ে গেছে।

ভারী বর্ষণের কারণে অনেকের বাড়ি ঘরে পানি ঢুকতে শুরু করেছে। হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ,সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তাঘাট পানির নিচে চলে গেছে। কাঁচা রাস্তায় ভাঙতে শুরু করেছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, আগামী ২/১ দিন এ ভারী বর্ষণ থাকবে তবে আগামী ৮ তারিখ পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে “হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয় “আশ্রয় কেন্দ্র কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ