প্রতিনিধি 28 April 2025 , 2:55:58 প্রিন্ট সংস্করণ
এস, এম হামিম সরকার নিরব,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
চিলমারী মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক মোঃ জাহিদুল ইসলাম রাজা অবসর গ্রহণ করেছেন। দীর্ঘ ৩০ বছরের সুনাম ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা শেষে তিনি ১৭ এপ্রিল ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।
আজ সোমবার কলেজ মিলনায়তনে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে তাকে রাজকীয় বিদায় জানানো হয়। সকাল ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব শফিকুল ইসলাম বেবু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিতেন্দ্র নাথ বর্মন।
বিদায় সংবর্ধনা শেষে সুসজ্জিত একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের বহর সহকারে জনাব জাহিদুল ইসলাম রাজাকে তার রমনাস্থ হাজী বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পথে চলাকালীন সময় পথচারীরা করতালির মাধ্যমে তার বিদায়ে অংশগ্রহণ করেন, যা মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তোলে।
উল্লেখ্য, জনাব জাহিদুল ইসলাম রাজা চিলমারী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক। তিনি ১ জুলাই ১৯৯৫ সালে কলেজে যোগদান করেন এবং টানা তিন দশক নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে আজ অবসরে গেলেন।