প্রতিনিধি 28 May 2025 , 8:18:49 প্রিন্ট সংস্করণ
ডেস্ক রিপোর্টঃ
সত্যের সন্ধানে, মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে ও সাহিত্যের সোনালী ধারাকে প্রসারিত করতে ‘দৈনিক চেতনায় বাংলাদেশ’ যাত্রা শুরু করে এক উজ্জ্বল আলোর মিছিল। সেই আলোরই অটুট এক ভরসা, এক অনন্য প্রতিভা—শেখ আলী আকবর সম্রাট। আজ তার সেই সোনালী ছোঁয়া পেয়েছে নতুন একটি মর্যাদা, যখন তাকে ‘ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর’ পদে সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৯৯৬ সালের ৫ জুলাই, শিল্প-শহর নওয়াপাড়ায় জন্ম নেওয়া এই তরুণ কবি ও সাংবাদিক শুধু শব্দের শিল্পী নন; তিনি এক জীবন্ত বাতিঘর, যে গানের মতো শব্দে বোনা করে মানুষের হৃদয় জুড়ে দেয় ভালোবাসা, বোধ ও প্রতিবাদের আলো। তাঁর কবিতা, গল্প আর নিবন্ধ শুধু সাহিত্য নয়, সমাজের দরিদ্রতম মানুষের জন্য এক ধমক, এক আশার ঝিলিক।
শেখ আলী আকবর সম্রাটের সাহিত্যে আঘাত থাকে মানবতার, প্রতিটি লেখায় বাজে সমাজ পরিবর্তনের প্রেরণা। ২০০৪ সাল থেকে তার কবিতার ঝরনায় ভেসে আসছে এক নতুন চেতনার বাতাস। সাহিত্য আড্ডার মাধ্যমে তিনি তৈরি করেছেন এমন এক বর্ণিল মঞ্চ, যেখানে তরুণ-প্রবীণ মিলেমিশে গড়ে তুলছেন সৃষ্টির অনন্য দুনিয়া।
সাংবাদিকতায় তার যাত্রা শুরু হয় ২০১৯ সালে, যেখানে এক অনন্য নিষ্ঠা ও সততার পরিচয় দিয়ে তিনি আজ দেশের গণমাধ্যমের শীর্ষ সংগঠন ‘দৈনিক চেতনায় বাংলাদেশ’-এর অঙ্গ হয়ে উঠেছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠিত ‘গাঙচিল টিভি’ এখন জনতার কণ্ঠস্বর, চিন্তাশীল সংবাদ ও মূল্যবোধের এক নতুন ঠিকানা।
শেখ আলী আকবর নিজেকে সবসময় বলেন—
“সত্য ও ন্যায়ের প্রতি অকুণ্ঠ ভালোবাসা নিয়ে কাজ করাই আমার জীবনের মূল আদর্শ। ‘দৈনিক চেতনায় বাংলাদেশ’ আমার জন্য শুধুই একটি পত্রিকা নয়, বরং মানুষের ভালোবাসার এক গুঞ্জরিত পরিবার, যেখানে প্রতিটি শব্দে থাকে এক নতুন আশার প্রতীক।”
‘দৈনিক চেতনায় বাংলাদেশ’ — এক নাম যা শুধুমাত্র সংবাদ নয়, এটি একটি চেতনার বাতিঘর। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কে.এম. মোজাফ্ফার হুসাইন, যিনি সাহস, দূরদর্শিতা ও মানবিকতায় প্রতিষ্ঠাকে গড়ে তুলেছেন এমন এক প্রতিষ্ঠান হিসেবে, যা দেশের গণমাধ্যমে সত্যের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে।
চেয়ারম্যান বলেন, “আমাদের প্রতিষ্ঠানের এই অগ্রযাত্রায় শেখ আলী আকবর সম্রাটের অবদান অনস্বীকার্য। তার অন্তর্দৃষ্টি ও পরিশ্রম আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করে। তার সাহসিকতা ও সৃষ্টিশীলতা আমাদের প্রতিষ্ঠানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
আজকের এই পদোন্নতি শুধুই একটি পদ নয়, বরং এটি নতুন দায়িত্ব ও আশা। শেখ আলী আকবর সম্রাটের নেতৃত্বে ‘দৈনিক চেতনায় বাংলাদেশ’ পাবে আরও নিবেদিত, মানবিক ও নির্ভীক সাংবাদিকতার পথচলা। যেখানে থাকবে জনতার গল্প, সত্যের অনুসন্ধান, সাহিত্যের সুমধুর বাণী আর সমাজের বুকে এক প্রগাঢ় আলোর ঝলক।
একটি প্রতিষ্ঠান তখনই গর্বের হওয়া যায়, যখন তার যাত্রায় জড়ানো থাকে যোগ্য নেতৃত্ব, হৃদয়ের গভীরতা ও অবিচল সত্য। ‘দৈনিক চেতনায় বাংলাদেশ’ সেই প্রতিষ্ঠানের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা আগামী প্রজন্মের জন্য রেখে যাবে সত্যের রত্ন ও সাহিত্যের সোনালী পদচিহ্ন।
শেখ আলী আকবর সম্রাটের এই দায়িত্ব গ্রহণ আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণা, যা শক্ত করবে আমাদের বিশ্বাস—সত্যের জয় অনিবার্য।