বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ
“আপনাদের কথা যে মন দিয়ে শুনবে, সেই হবে প্রকৃত নেতা”— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “শুধু দল বা মার্কা দেখে নয়, বরং ব্যক্তি চরিত্র ও জনসেবার মানসিকতা দেখে নেতা নির্বাচিত করুন।”
বুধবার (২৮ মে) দুপুর ২টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার স্কুল রোডে এনসিপির উপজেলা শাখা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুণ সমাজকে উদ্দেশ করে তিনি বলেন, “ধূমপান করা কোনো স্মার্টনেস নয়, এটি একটি মূর্খতা। মাদক থেকে দূরে থাকতে হবে। সিগারেট খেলে ক্যান্সারসহ নানা রোগের ঝুঁকি বাড়ে। যারা মনে করে সিগারেট খেলে স্মার্ট দেখা যায়, তারা ভুল করছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য—
জনাব সারোয়ার তুসার, সাদিয়া ফারজানা লিপি, জনাব আলী নাসের খান, জনাব আবু সাঈদ লিওন, জনাব ইমামুর রশিদ ইমন, ইসমাইল হোসেন, তাফসীর আলী, এবং ফায়সাল মসতাক।
পথসভা ও কার্যালয় উদ্বোধন শেষে স্থানীয় জনসাধারণের মধ্যে এনসিপির পক্ষ থেকে প্রচারপত্র বিতরণ করা হয়।