এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ
ভূরুঙ্গামারী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা তাঁর স্ত্রী পরিচয়ে ভুয়া ফোন করে অর্থ দাবি করার ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারকরা বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে নিজেদের ইউএনও বা তাঁর সহধর্মিণী পরিচয় দিয়ে টাকা চাইছে।
এ ধরনের প্রতারণার বিষয়ে উপজেলাবাসীকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন ইউএনও দীপ জন মিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমি বা আমার স্ত্রী কখনও কাউকে ফোন করে টাকা চাই না। কেউ যদি এমন ফোন পান, তাহলে তা সম্পূর্ণ প্রতারণা। দয়া করে কেউ এসব প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে টাকা প্রদান করবেন না।”
তিনি আরও বলেন, “এমন কোনো ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে অবহিত করুন, যাতে প্রতারকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।”
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সর্বস্তরের জনগণকে সচেতন থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়েছে।