প্রতিনিধি 28 July 2025 , 1:35:09 প্রিন্ট সংস্করণ
এস এম মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ঝুঁকিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের নারিকেল তলা মোড়ে ভুয়া ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ পরিচয়ে প্রতারণার চেষ্টা চালানোর সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ভুরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার বাদল চৌধুরীর মেয়ে জামাই রংপুরের বাসিন্দা মোঃ মোস্তাফিজুর রহমান (৩৫) এবং শয়তান মোড় এলাকার স্থায়ী বাসিন্দা খলিলুর রহমান (৫৫) নিজেকে ডিবি সদস্য পরিচয় দিয়ে এক নারীর কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করেন। একইসঙ্গে তারা ঐ নারীর কাছ থেকে একটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিতে উদ্যত হন।
অভিযুক্তদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদের হাতেনাতে আটক করেন এবং পরে থানায় সোপর্দ করেন।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।