অন্যান্য

ভুরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১টি সিলিং ফ্যান চুরি, অভিযুক্ত যুবক পলাতক

  প্রতিনিধি 28 July 2025 , 1:33:57 প্রিন্ট সংস্করণ

এস এম মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোর রুম থেকে ১১টি সিলিং ফ্যান চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ঝুঁকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ সরকার (৫৭) গত ৩ জুন ২০২৫ তারিখে স্কুলের নতুন ভবনের ৪র্থ তলার স্টোর রুমে ১৪টি বিআরবি ব্র্যান্ডের সিলিং ফ্যান সংরক্ষণ করেন। কিন্তু ২৩ জুলাই সকাল ৯টার দিকে তিনি স্টোর রুমে গিয়ে দেখতে পান, সেখানে রাখা ফ্যানগুলোর মধ্যে ১১টি চুরি হয়ে গেছে।

ঘটনার পরপরই প্রধান শিক্ষক স্থানীয় যুবক মোঃ শাকিল মিয়াকে (২১), পিতা- আঃ ছামাদ, গ্রাম-বাগভান্ডার (ঝুঁকিয়া), ইউনিয়ন-ভুরুঙ্গামারীকে সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর ধারণা, ৩ জুন থেকে ২৩ জুলাইয়ের মধ্যে কোনো এক সময়ে ফ্যানগুলো চুরি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী শিক্ষা অফিসার বলেন, “সংবাদ পেয়ে আমি নিজে গিয়ে স্টোর রুম পরিদর্শন করেছি। প্রধান শিক্ষককে আইনের সহায়তা নিতে বলা হয়েছে।”

এদিকে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ