মতিন গাজী
যশোরের অভয়নগরে এক আওয়ামীলীগ নেতাকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর বাজারে। গণধোলাইয়ের শিকার দীপংকর ভদ্র (৪৫) উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের বনগ্রামের গণেশ ভদ্রের ছেলে। সে শ্রীধরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগরে সভাপতি। এ ঘটনায় ধৃত দীপংকরকে চলমান নাশকতা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবসী সুত্রে জানা যায়, দীপংকর ৯ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হওয়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে স্থানীয় বিএনপি নেতাকমীর্দের নির্যাতন করে জায়গা জমি দখল করে রেখেছিল। তবে পাঁচ তারিখের পর সে সসব জায়গা জমি দখল করে রাখতে নানা ষড়যন্ত্র করে আসছিলো। তাছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে বাজে মন্তব্য করার প্রেক্ষিতে বুধবার দুপুরে স্থানীয় এলাকাবাসী তাকে গনপিটুনী দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে নাশকতা মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, এলাকায় বিশৃংঙ্খলার চেষ্টার সময় স্থানীয় এলাকাবাসী তাকে গণপিটুনী দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে চলমান মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।