প্রতিনিধি 26 May 2025 , 3:37:36 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩নং তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নুরুল ইসলাম (৫৮), পিতা – মৃত জবেদ আলী প্রামানিক, নিজ বসতবাড়ির পেছনে অবৈধভাবে গাঁজার গাছ চাষের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
আজ ২৬ মে ২০২৫ ইং, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ একটি অভিযান পরিচালনা করে। অভিযানে তার বসতবাড়ির পেছন থেকে আনুমানিক ১০ ফিট লম্বা একটি কাঁচা গাঁজার গাছ জব্দ করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকবিরোধী কার্যক্রমে সবার সহযোগিতা প্রয়োজন।