প্রতিনিধি 28 July 2025 , 1:32:34 প্রিন্ট সংস্করণ
এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার পক্ষ থেকে সদ্য দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব দীপ জন মিত্রের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে সংগঠনের নেতৃবৃন্দ এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইউএনও’র সঙ্গে আলোচনা করেন।
আলোচনা শেষে হেফাজতের পক্ষ থেকে ইউএনও দীপ জন মিত্রকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর প্রশাসনিক যোগ্যতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও নিষ্ঠার মাধ্যমে ভূরুঙ্গামারী উপজেলায় ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নের ধারা আরও গতিশীল হবে।
এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি মোঃ সা’দ বিন নিযাম, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নায়েব আলী, সহ-সভাপতি মাওলানা মোঃ আশফাকুর রহমান জাওহারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মোঃ মাহমুদুল হাসান কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ শামিম উসমানী, কোষাধক্ষ্য মাওলানা মোঃ জায়েদ নুর মোল্লা, সহকারী কোষাধক্ষ্য মাওলানা মুফতি মোঃ রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মোঃ রমজানুল হক, প্রকাশনা সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রউফ মন্ডল, মাওলানা মোঃ মুতিউর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।