প্রতিনিধি 16 May 2025 , 5:33:48 প্রিন্ট সংস্করণ
এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মাদ্রাসা সংলগ্ন কার্যালয়টি পবিত্র কুরআন তেলাওয়াত ও আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক ফারুকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মুফতি এস এম মনিরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ (নং ২৫) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা হারিসুল বারি রনি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—
ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো. মোসলেম উদ্দিন,
শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম মাহমুদি,
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুফতি সোহাইল আহমেদ,
প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতি আবু তাহের,
ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব হোসেন,
সহকারী সেক্রেটারি এইচ এম নুরুন্নবী হোসাইন,
কমিটির উপজেলা সেক্রেটারি মাওলানা জামাল উদ্দিন,
এবং গাছা থানা (নারায়ণগঞ্জ জেলা) ইসলামী আন্দোলনের সভাপতি সুজন।
স্থানীয় মুসলিম জনতা, নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানটি একটি সফল এবং গঠনমূলক মিলনমেলায় পরিণত হয়।