প্রতিনিধি 24 May 2025 , 7:06:49 প্রিন্ট সংস্করণ
এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মানবিক ঘটনার জন্ম দিয়েছেন নিঃসন্তান দম্পতি মিলন হোসেন ও আসমাউল হুসনা আশা। শুক্রবার (২৩ মে) সকালে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার (গুচ্ছগ্রাম) এলাকায় নিজ বাড়ির পাশে টিউবওয়েলের কাছে একটি নবজাতক মেয়েশিশুকে কুড়িয়ে পান আশা।
তিনি জানান, সকালে পানি আনতে গিয়ে হঠাৎ দেখতে পান নবজাতক শিশুটি মাটিতে পড়ে আছে। পরে স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীদের বিষয়টি জানান এবং তাৎক্ষণিকভাবে খবর দেন ভূরুঙ্গামারী থানায়।
পুলিশের পরামর্শে নবজাতকটিকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শিশুটির বয়স আনুমানিক ৬ থেকে ৭ দিন। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে আপাতত কুড়িয়ে পাওয়া দম্পতির কাছেই রাখা হয়েছে।
তিনি আরও জানান, যদি এক সপ্তাহের মধ্যে শিশুটির প্রকৃত অভিভাবক পাওয়া না যায়, তবে তাকে ঢাকার ছোট মনি নিবাসে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে। তবে দত্তক প্রদানের ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
দম্পতি মিলন ও আশা বলেন, “আল্লাহ আমাদের কোনো সন্তান দেননি। হয়তো এই শিশুটিকেই তিনি আমাদের জন্য পাঠিয়েছেন। আমরা তাকে আদর-যত্নে মানুষ করতে চাই।”
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, শিশুটিকে উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও মানবিক আবেগের সৃষ্টি করেছে।