এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টার:
জনাব মোঃ মাহফুজুর রহমান, পুলিশ সুপার কুড়িগ্রাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ভূরুঙ্গামারী থানা পুলিশের উদ্যোগে তীলাই ইউনিয়ন, সোনা হাট এবং পাইকেরছড়া ইউনিয়নে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পুলিশ বাহিনী স্থানীয় জনগণকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সমাজে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে অবহিত করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, "আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।" তিনি আরও জানান যে, থানায় আইনী সহায়তার জন্য কোনো দালাল বা মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগের প্রয়োজন নেই, সবার জন্য সরাসরি পুলিশের সহায়তা পাওয়া সম্ভব।
বৈঠকে চলমান কনস্টেবল নিয়োগ পরীক্ষা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ বার্তা দেওয়া হয়। পুলিশ সুপার সতর্ক করেন যে, কোনো ধরনের প্রতারক চক্রের খপ্পরে পড়ে যাতে কেউ আর্থিক লেনদেন না করেন। তিনি বলেন, "যদি কেউ এই ধরনের প্রতারণার শিকার হন, তাহলে তা অবিলম্বে থানায় জানাতে হবে।"
এছাড়া বৈঠকে উপস্থিত স্থানীয়রা নারী ও শিশুদের বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনের প্রতি তাদের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ বৈঠকের মাধ্যমে জনগণকে সচেতন ও প্রেরণা দেওয়ার পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন একত্রিত হয়ে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে আশাবাদী।