অন্যান্য

ভূরুঙ্গামারীতে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের উঠান বৈঠক।

  প্রতিনিধি 12 March 2025 , 1:25:04 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নারী নির্যাতন, সহিংসতা, ধর্ষণ, ইভটিজিং, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গ্রামে গ্রামে উঠান বৈঠক শুরু করা হয়েছে।

 

কুড়িগ্রাম পুলিশ সুপারের দিক নির্দেশনায় উঠান বৈঠকের উদ্বোধন করেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ।

 

গত মঙ্গলবার ১১ই মার্চ উপজেলার বঙ্গ সোনা হাট, পাইকের ছড়া ও ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগ ভান্ডার গ্রামে এই উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, উপজেলার প্রত্যেক ইউনিয়নের গ্রামে গ্রামে উঠান বৈঠক চলমান থাকবে। তাছাড়া অপরাধ দমনেও কাজ করছে পুলিশ। দ্রুত পুলিশের সেবা পেতে থানায় কিংবা ৯৯৯ কল করার আহ্বান জানিয়েছেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ