প্রতিনিধি 18 April 2025 , 3:14:20 প্রিন্ট সংস্করণ
মোঃ সফিকুল ইসলাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি নিয়ে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম জেলা কার্যালয়ের ভ্রাম্যমাণ মোবাইল ল্যাব ব্যবহার করে এই অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলার সততা সুইটস অ্যান্ড বেকারী, সেতু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মুসকান ফাস্ট ফুড, প্রিয়াংকা সুইটস, স্বপ্ন, বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার অ্যান্ড বিরিয়ানি এবং হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসহ বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
খাদ্যদ্রব্যের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিক পরীক্ষার মাধ্যমে ফলাফল প্রদান করা হয়। পাশাপাশি, খাবারের মান, পরিবেশ, সংরক্ষণ, খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা ও পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুশফিকুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী দীপক কুমার রায়, ভূরুঙ্গামারী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক এবং সাধারণ সম্পাদক খালেদ হাসান প্রমুখ।