অন্যান্য

ভূরুঙ্গামারীতে নিরাপদ খাদ্য উৎপাদনে ‘পার্টনার প্রকল্প’-এর গুরুত্বপূর্ণ অবদান

  প্রতিনিধি 2 July 2025 , 4:03:27 প্রিন্ট সংস্করণ

এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নিরাপদ খাদ্য উৎপাদন ও উত্তম কৃষি চর্চা সম্প্রসারণে কার্যকরভাবে কাজ করছে ‘পার্টনার প্রকল্প’। কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্র।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়নে ২৮টি ‘পার্টনার ফিল্ড স্কুল’ (পিএফএস) এবং কৃষক সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিটি ফিল্ড স্কুলে ২৫ জন করে কৃষক-কৃষাণীকে নিয়ে দশ দিনব্যাপী ১০টি পৃথক সেশনে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে পুষ্টি উন্নয়ন, পরিবেশবান্ধব চাষাবাদ এবং উদ্যোক্তা সৃষ্টির বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। কোর্স শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও সম্মানী ভাতা প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, “পার্টনার প্রকল্পের আওতায় পরিচালিত স্কুল ও সেবা কেন্দ্রগুলোতে কৃষকদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে দক্ষ করে তোলা হচ্ছে। এতে কৃষকরা প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে আরও সচেতনভাবে চাষাবাদে মনোযোগী হচ্ছেন।”

তিনি আরও জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন ফসলভিত্তিক এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ফলে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং তারা ধাপে ধাপে টেকসই কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ