এস এম মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে ফুলকুমার নদীতে ডুবে রুবেল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রুবেল উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার মৌজার খয়বর মোড় এলাকার একাকার শমসেরের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রুবেল তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে বন্ধুরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর নদীতে কিছু ভেসে থাকতে দেখে এগিয়ে গিয়ে রুবেলের নিথর দেহ উদ্ধার করেন তাঁরা। তাৎক্ষণিকভাবে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রুবেলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, তিনি ছিলেন শান্ত স্বভাবের এবং পরিশ্রমী একজন যুবক।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা রুজু করা হয়েছে।”