মোঃ সফিকুল ইসলাম মাদারগঞ্জ কচাকাটা প্রতিনিধি।
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভুক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ই মার্চ সকাল ১১ টায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এম জে এস কে এস) এর বাস্তবায়নে এবং এনআর কে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনালের চাইল্ড নট ব্রাইট (সিএনবি) প্রজেক্ট এর সহযোগিতায় উপজেলা মহিলা অধিদপ্তরের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাইল্ড নট ব্রাইট (সিএনবি) প্রজেক্টের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মোঃ আবুল হোসেন, উপজেলা ইউথ প্ল্যাটফর্মের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক মাহমুদ প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর ও যুব সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।