অন্যান্য

ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন দুই ক্লিনিক সিলগালা, মোবাইল কোর্টে জরিমানা

  প্রতিনিধি 7 August 2025 , 3:36:15 প্রিন্ট সংস্করণ

এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স নবায়ন না থাকায় দুইটি ক্লিনিক সিলগালা ও জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এবং কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসের নেতৃত্বে যৌথভাবে পরিচালিত মোবাইল কোর্টে এ ব্যবস্থা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লাইসেন্স নবায়ন না থাকায় জনসেবা ক্লিনিক ও আপডেট ডায়াগনস্টিক সেন্টার-কে সিলগালা করা হয়েছে এবং উভয় প্রতিষ্ঠানকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম।

উল্লেখ্য, ক্লিনিক দুইটি ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে অবস্থিত।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে পরিচালিত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে এবং জনসাধারণের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ