প্রতিনিধি 27 July 2025 , 5:06:18 প্রিন্ট সংস্করণ
এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের বটতলা ঈদগাহসংলগ্ন প্রধান সড়কে শতবর্ষী একটি বিশাল বটগাছ পড়ে রয়েছে দীর্ঘ এক মাস ধরে। ৫ জুলাই (২০২৫) রাতে প্রবল বৃষ্টির পর গাছটি সড়কের ওপর উপড়ে পড়লেও এখন পর্যন্ত অপসারণ করা হয়নি, ফলে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ সড়কটি। এতে মইদাম, বাঁশজানি ও দক্ষিণ বাঁশজানি এলাকার প্রায় ১০ হাজার মানুষ মারাত্মক ভোগান্তির মধ্যে রয়েছেন।
প্রথমদিকে ঈদগাহ মাঠের ভেতর দিয়ে বিকল্প পথে চলাচলের সুযোগ দেওয়া হলেও টানা বৃষ্টিতে সেই পথটিও কাদাময় হয়ে বন্ধ হয়ে যায়। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের যাতায়াতে চরম সমস্যা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, শতবর্ষী গাছটি মূলত ঈদগাহ মাঠে রোপণ করা হয়েছিল। পরবর্তীতে রাস্তা সম্প্রসারণের সময় গাছটি রাস্তার কাছাকাছি চলে আসে। অপর পাশে খাল থাকায় মাটি সরে গিয়ে ভারসাম্য হারিয়ে গাছটি সড়কের ওপর পড়ে যায়।
মানুষের দুর্ভোগ কমাতে ঈদগাহ কর্তৃপক্ষ, মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা মিলে গাছটি সরানোর উদ্যোগ নেন এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুরকে জানানো হয়। কিন্তু তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি। পরে বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে ইউএনও চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তবুও এক মাসেও কোনো অগ্রগতি হয়নি।
চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, “এত বড় গাছ সরানোর মতো সক্ষমতা ইউনিয়ন পরিষদের নেই।”
তবে স্থানীয়দের অভিযোগ, “চেয়ারম্যানের গড়িমসি ও অদক্ষতার কারণেই হাজারো মানুষ দীর্ঘদিন সড়ক বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।”
তাদের দাবি, অবিলম্বে গাছটি অপসারণ করে সড়কটি সচল করতে হবে। প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের সহায়তা নিয়ে হলেও দ্রুত পদক্ষেপ নিতে হবে।
ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অনেকেই প্রশ্ন তুলছেন— একটি সহজ সমস্যার সমাধান যদি এক মাসেও না হয়, তাহলে জনগণের ভরসার জায়গা কোথায়?